টিফিনের টাকা জমানো টা স্বভাবে দাঁড়িয়েছিল। তখন আমি ক্লাস এইট এ পড়ি। পাঁচ টাকা দশ টাকা করে প্রায় দুশো আড়াইশো টাকা জমিয়ে ফেলেছি ততদিনে। টাকা গুলো দিয়ে কি করবো তখনো ঠিক করা হয়নি। এর মাঝেই হঠাৎ একদিন আমাদের স্কুল কর্তৃপক্ষ ছোট্ট একটা বইমেলার আয়োজন করে। যেহেতু আগে কখনো বই কেনা হয়নি,তাই কোন বই কেমন হতে পারে সে বিষয়ে কোনো ধারণাই ছিল না।বই কিনলে টাকা গুলো জলে যাবে কিনা তা নিয়েও কিছুটা চিন্তা হচ্ছিলো।তবুও সাত-পাঁচ ভেবতে ভাবতে কিনেই ফেললাম একটি বই। বইটি ছিল নন্দিত কথাসাহিত্যিক এবং অনেকেরই প্রিয় লেখক মুহাম্মদ জাফর ইকবালের লেখা “ আমি তপু”।
এটিই ছিল আমার জীবনের প্রথম বই কেনার অভিজ্ঞতা।
অতঃপর সেদিন বাসায় গিয়ে বইটি পড়া শুরু করলাম। সত্যি কথা বলতে বইটি একবার শুরু করার পর শেষ হওয়ার আগ অবধি উঠতে পারিনি। ১২৩ পৃষ্ঠার এই কিশোর উপন্যাস টি আমার কিশোর হৃদয়কে ছুঁয়ে দিয়েছিল।